Thursday, March 3, 2016

fdsgjhd

<%= documentHTML %>
Posted on 2:16 AM | Categories:

Saturday, June 1, 2013

অশালীনতা মুক্ত রাখুন আপনার এবং আপনার সন্তানের ইন্টারনেট মাধ্যম

তথ্য-প্রযুক্তির
অব্যাহত উৎকর্ষতা পুরো বিশ্বটাকে আমাদের মুঠোয়পুরে দিয়েছে। পড়াশোনা, গবেষণা, ব্যবসা-বাণিজ্য, ধর্ম-কর্ম সব চলেইন্টারনেটে। আলো আসার আশায় তাই আমরা ইন্টারনেট তুলে দিচ্ছি আমাদের কোমলমতিশিশু-কিশোরদের হাতে। সাইবার ক্যাফে গড়ে তুলছি, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়েফ্রি ইন্টারনেট এ্যাক্সেস
দিচ্ছি। জেগে জেগে স্বপ্ন দেখছি একটিতথ্য-

Wednesday, May 29, 2013

বিখ্যাতদের মজার ঘটনা (০১)

আইনস্টাইন এর প্রতিটি সেমিনারেই পিছনে বসে লেকচার শুনতে শুনতে তাঁর ড্রাইভার একবার তাকে বলেই বসলো,"আপনি তো সব জায়গায় একি লেকচার বারবার দেন, তারপর ও লোকজন আপনার লেকচার যে কেন শুনে? আমি আপনার লেকচার এতোবার শুনেছি যে এখন চাইলে আমিই আপনার লেকচার দিতে পারি।"

এর পরবর্তী সেমিনারে আইনস্টাইন তাঁর ড্রাইভারের সাথে পোষাক পরিবর্তন করে সেমিনার এর পিছনে বসে রইলেন....

আর তার ড্রাইভার লেকচার দিতে শুরু করলো। অত্যন্ত নিখুত ও সাবলীল ভাবে লেকচার শেষ করার পর প্রশ্ন উত্তর পর্বে এক দর্শক এমন এক প্রশ্ন করে বসলো যার উত্তর ড্রাইভারের জানা নাই। ড্রাইভারের তাৎক্ষনিক প্রতিক্রিয়া, "আপনি খুবই সহজ একটা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নটা এতোই সহজ যে আমি নিশ্চিত সেমিনারের পিছনে বসে থাকা আমার ড্রাইভারও এই প্রশ্নের
উত্তর দিতে পারবে।"

সাদা চাঁপা


সাদা চাঁপা।
ছবি: সৌরভ দাশ, চট্টগ্রাম
চাঁপা ফুল।দেখতে খুবই সুন্দর।তার উপর সাদা চাঁপা,সে তো আরো সুন্দর।

প্রশ্ন: টাকা ছাড়া কিছু বোঝেন না, এমন প্রশ্নের উত্তরে কী বলবেন?


সাকিব: কেউ এই জিনিসটা ছাড়া অন্য কিছু বোঝে বলে আমার মনে হয় না। খেলছি এবং টাকা আছে বলে একরকম চিন্তা ভাবনা। টাকা না থাকলে অন্যরকম চিন্তাভাবনা থাকতো। এতই যদি টাকার পেছনে ছুটতাম, তাহলে আইপিএল মিস গেল তিন কোটি টাকা, বিপিএলে এখন সব মিলে পাই এক-দেড় কোটি টাকা। টাকার কথাই যদি বেশি ভাবতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। চিন্তা করেন একটা জীবন থেকে তিন কোটি টাকা চলে যাচ্ছে সেকেন্ডের ভেতরে। কোনো উচ্চবাচ্য না করে সেটা মেনে নেওয়া কম না। আমার তো মনে হয় না এনিয়ে কোনো কথা বলেছি মিডিয়াতে যে, আমি খুব আপসেট, এখানে খেলতে চাই না। যারা এমন ধারণা করে তাদের বোঝার একটু ভুল আছে বা জ্ঞানেরও একটু সমস্যা থাকতে পারে।
প্রশ্ন: টাকা ছাড়া কিছু বোঝেন না, এমন প্রশ্নের উত্তরে কী বলবেন?

সাকিব: কেউ এই জিনিসটা ছাড়া অন্য কিছু বোঝে বলে আমার মনে হয় না। খেলছি এবং টাকা আছে বলে একরকম চিন্তা ভাবনা। টাকা না থাকলে অন্যরকম চিন্তাভাবনা থাকতো। এতই যদি টাকার পেছনে ছুটতাম, তাহলে আইপিএল মিস গেল তিন কোটি টাকা, বিপিএলে এখন সব মিলে পাই এক-দেড় কোটি টাকা। টাকার কথাই যদি বেশি ভাবতাম তাহলে অবস্থা খারাপ হয়ে যেত। চিন্তা করেন একটা জীবন থেকে তিন কোটি টাকা চলে যাচ্ছে সেকেন্ডের ভেতরে। কোনো উচ্চবাচ্য না করে সেটা মেনে নেওয়া কম না। আমার তো মনে হয় না এনিয়ে কোনো কথা বলেছি মিডিয়াতে যে, আমি খুব আপসেট, এখানে খেলতে চাই না। যারা এমন ধারণা করে তাদের বোঝার একটু ভুল আছে বা জ্ঞানেরও একটু সমস্যা থাকতে পারে।

সহজ ভাষায় বাংলা কবিতার ছন্দ শিক্ষা

  সংগৃহীত: http://kobitarchondo.blogspot.com/2011/08/blog-post.html

 কবিতা লেখা আজ কাল মানুষের কাছে একটা খেলা হয়ে দাঁড়িয়েছে। দেখা যাচ্ছে, কেউ একটু লেখা পড়া শিখেই মনের মাধুরী মিশিয়ে কবিতা লেখা শুরু করে দিচ্ছে। কি লিখছে নিজেও বুঝতে পারছে না। আবার এদিকে, নিজেকে কাজী নজরুল ইসলাম ভেবে বসে আছে। কিন্তু, কেউই এর আসল মহত্তটা বোঝারও চেষ্টা করছে না। এদের কেউই বাংলা কবিতার ছন্দ সম্পর্কে জানে না। কিন্তু, মনে রাখা উচিত, সব কিছুরই একটা নিয়ম আছে। কবিতা লেখাও তার ব্যাতিক্রম নয়। যেমন, কেউ একজন সাঁতার কাটতে যানেনা তবুও পানিতে নামল, তাহলে তার অবস্থাটা কি হবে একবার ভাবুন!!! তাই চলুন, বাংলা কবিতার ছন্দ সম্পর্কে সামান্য কিছু ধারনা নেয়ার চেষ্টা করি| এর জন্য, আমরা সবাই, আগে  নিজেকে এমন ভাবে প্রস্তুত করি যেন, ছন্দ সম্পর্কে একটা পরিপূর্ণ ধারনা নিতে পারি।

Tuesday, May 28, 2013

উদ্বোধনের অপেক্ষায় দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক


দেশের সবচেয়ে বড় সাফারি পার্ক উদ্বোধন হচ্ছে আগামী মাসে। গাজীপুরের ইন্দ্রপুরে প্রায় তিন হাজার আটশ একর জমির ওপর নির্মাণ হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক। বন বিভাগ জানিয়েছে, এরই মধ্যে শেষ হয়েছে পার্কের ৮০ ভাগ কাজ।

আফ্রিকান এই ওয়াইল্ড বিস্টগুলো নির্ভাবনায় চরে বেড়াচ্ছে বঙ্গবন্ধু সাফারি পার্কের শাল বনে। ৯টি ওয়াইল্ড বিস্টের সাথে এই এলাকায় যুক্ত হয়েছে দুটি জিরাফও ।

বঙ্গবন্ধু সাফারি পার্কের কোর জোনে এক জোড়া তিন মাস বয়সী ভল্লুকের ছানাকেও প্রস্তুত করা হচ্ছে। সাতটি সিংহ ও ছয়টি রয়েল বেঙ্গল টাইগারকে আপাতাত নির্ধারিত একটি ঘরে রাখা হচ্ছে। সাফারি পার্কে পশুগুলোর শারীরিক সুস্থতা ও উপযোগিতাসহ তাদের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছে আমদানীকারকরা।

১১টি কুমির ছেড়ে দেয়া হয়েছে ছোট্ট এ পুকুরে। আমির বাহাদুর, চাঁদবহর, বেল রাণী এবং পূজা রাণী নামের চারটি হাতি্ এরই মাঝে চিনে ফেলেছে সাফরি পার্কের সব রাস্তা।

চলছে প্রকৃতি বীক্ষণ কেন্দ্র নামে একটি জাদুঘর তৈরির কাজ। এ ঘরে যে কেও ঢুকলে দেশের পাঁচ প্রকারে বনের সাথে পরিচতি হতে পারবেন খুব সহজেই। তবে এ সবের জণ্য দর্শনার্থীদের উদ্ধোধনের আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

দর্শনার্থীদের, বুনো পরিবেশে প্রাণীদের কাছে দেখার সুযোগ থাকছে এখানে। ২১৯ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই পার্কের প্রায় আশি ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে বন বিভাগ।

কোন সফ্টওয়ার ছাড়ায় পাচঁটি সহজ পদ্বতিতে আপনার স্লো উইনডোজ ৭ কে ফাষ্টেট করে তুলুন।

কম্পিউটারের গতি ভালো থাকলে সবার মন ভাল থাকে তাই না?

কিন্তু আমরা মাত্র ৫টা টিপস কাজে লাগিয়ে কম্পিউটারকে ফাষ্ট করে তুলবো।

1. Customize Startup Programs
প্রথমেই Start Menu তে যান এখানে run লিখে সার্চ দিন । রান উপেন করুন এবং এই কোডটি লিখুন msconfig এবং ওকে দিন। Startup Items এ যান তারপর এইরকম দেখতে পাবেন ।
১নং চিত্রে দেখুন
এখান থেকে দেখতে পারবেন কোন কোন সফ্টওয়ার গুলো স্টারআপ ওপেন হচ্ছে ।
কারন কম্পিউটার চালু হওয়ার সময় যত প্রোগ্রাম রান হবে কম্পিউটার তত স্লো হবে ।
দরকারি গুলো বাদে বাকি গুলো আনচেক করে ওকে দিয়ে বাহির হয়ে আসুন ।

2. Delete Temporary Internet Files
আমরা যে নেট ইউস করছি এর অনেক চিছ কুকি হিষ্টরি টেম্প ফাইল রেখে আসছি আর এগুলা কম্পিউটার স্লো করে দিচ্ছে তাই এগুলা থেকে মুক্তি পেতে প্রথমে Start > Control Panel > Internet Options. . Click the Delete… button যেভাবে দেয়া আছে এভাবে করে ওকে দিয়ে বের হয়ে আসুন ।

ডিলেট বাটন চাপার পর এই রকম আসবে সব গুলাতেই টিক চিন্হ দিয়ে দিবেন ।

3. Run a Disk Cleanup
আমরা পিসিতে যত কাজ করি তার একটা রেকর্ড হই মনে করেন সবজী কাটাকাটি বা মাছ কাটলেন কিন্তু এর কিন্তু কিছু জিনিস থাকে যেগুলা না ফেলে দিলে ঘর নোংড়া হবে তেমনি কি টেম্প হিষ্টরি এইরকম আরো অনেক টেম্পরারি ফাইল আছে যা না ডিলেট করলে কম্পিউটার স্লো হয়ে যাবে ।
এই জন্য প্রথমেই আপনি Start > All Programs > Accessories > System Tools > Disk Cleanup এ যান অথবা Start Menu থেকে Disk Cleanup নামে সার্চ দিন দেখবেন একটা টুল আসছে সেইটা ওপেন করুন ।
এখানে সব গুলি ড্রাইভ চেক দিয়ে স্ক্যন করুন

তারপর আপনার যে হিষ্টরি ফাইল রিসাইকেল বিন আরো যত কিছু আছে সব দেখাবে এবং কোনটার সাইজ কতবড় তখন আপনি এখান থেকে সব গুলাকেই টিক চিন্হ
দিয়ে ওকে তে ক্লিক করুন।

4. Uninstall Old Programs and Turn Off Windows Features
আমরা কত সময় কত কিছু ইনষ্টল দেই কিন্তু আনইনষ্টল করতে ভুলে যাই ।
ভুলে গেলেও অসুবিধা নেই এখান থেকে আপনার অপ্রয়জনিয় প্রোগ্রাম গুলো অনেক সমস্যা করে এখান থেকে বন্ধ করে দিতে পারেন আবার প্রয়জনিয় প্রোগ্রাম গুলোকে সচল করতে পারবেন।
যাই হোক প্রথমে Start > Control Panel. থেকে Uninstall program এ যান এখান থেকে Turn Windows features on or off আছে এইটা বন্ধ করে দিন।

5. Defragment the Hard Drive
আমাদের পিসির হার্ডড্রাইভে অনেক জান্ক ফাইল জমে থাকে পরে এগুলা কম্পিউটার স্লো করে দেই এবং
হার্ডডিস্কের পারফম্যান্স খারাপ করে দেই তাই কম্পিউটারের হাডড্রাইভ Defragment করতে Start > All Programs > Accessories > System Tools > Disk Defragmenter. এখানে যান তারপর কোন কোন ড্রাইভ করবেন দেখিয়ে দিন তারপর এনালাইজ করে ডেফরেগমেন্ট করুন ।
দেখুন আপনার পিসিটা কত সুন্দর চলছে ।

কম্পিউটার হ্যাং হবার ১২টি কারণ সমন্ধে জেনে নিন।কাজে লাগতে পারে।

হ্যাং বলতে কী বুঝায়?
...........................................................................................
আমরা প্রয়ই বলে তাকি কম্পিউটার হ্যাং ধরেছে। কিন্তু আসলে হ্যাং বলতে কী বুঝায়? কম্পিউটার যখন তার কাজের ফলাফল ঠিকমত প্রকাশ করে না বা তার কাজের ফলাফল অনেক সময় নিয়ে ফলাফল প্রকাশ করে তখন কম্পিউটারের এই অবস্থা কে হ্যাং বলে। এটা আমার মতামত অনেকে ভিন্নতা পোষণ করতে পারেন। সকল কাজের পিছনেই একটা না একটা কারণ রয়েছে। ঠিক তেমনি কম্পিউটার হ্যাং হবার পিছনেও কারণ রয়েছে। আর সে কারণগুলোই এখন বলবঃ

কম্পিউটার হ্যাং হবার কারণ:-
*****************************************
1. কম্পিউটারের প্রসেসরের মান ভাল না হলেঃ- কম্পিউটারের কাজ করার পরিমাণ নির্ণয় করে কম্পিউটারের প্রসেসর। আর প্রসেসরের মান ভাল না হলে কম্পিউটার হ্যাং হওয়াটাই স্বাভাবিক।
2.কম্পিউটার র‌্যামের পরিমাণ কম হলেঃ- আমরা যখন কোনো কাজ করি তখন সেই কাজটা সম্পন্ন হয় কম্পিউটার র‌্যাম অঞ্চলে। আর এই র‌্যামের পরিমাণ খম হলে কম্পিউটার ঠিকমত কাজ করতে পারে না। এবং কম্পিউটারে হ্যাং ধরে।
3. কম্পিউটার হার্ডডিক্স এর কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের হার্ডডিক্স এর কানেকশন সঠিক না হলে হঠাৎ কম্পিউটার হ্যাং হতে পারে।
4.প্রসেসরের কানেকশন ঠিকমত না হলেঃ- কম্পিউটারের প্রসেসরের কানেকশন ঠিকমত না হলে কম্পিউটার হঠাৎ করে হ্যাং হতে পারে এমনকি এর জন্য কম্পিউটার রিস্টার্ট দেওয়ার পরো ঠিক নাও হতে পারে। কেননা কম্পিউটারের সকল কাজ করে তাকে প্রসেসর।
5. অন্য কোন হার্ডওয়্যারে ত্রুটি থাকলেঃ- এছাড়া অন্য কোনো হার্ডওয়্যার কানেকশন অথবা হার্ডওয়্যারে সমস্যা তাকলে কম্পিউটার হ্যাং হতে পারে।
6.অপারেটিং সিস্টেমে ত্রুটি তাকলেঃ- অপারেটং সিস্টেমে ত্রুটি বলতে কোনো সিস্টেম ফাইল কেটে যাওয়াকে বুঝায়। যার কারণে কম্পিউটারে সমস্যা হতে পারে।
7. কম্পিউটার ভাইরাস দ্বারা আক্রান্ত হলেঃ- সাধারণত এই কারণেই কম্পিউটারে বেশী হ্যাং হয়। আর এই ভাইরাস অপারেটিং সিস্টেমের কিছু ফাইলের কার্যপদ্ধতিকে বন্ধ করে দেয় যার কারণে কম্পিউটার প্রয়ই হ্যাং হয়।
8.অনেক প্রোগ্রাম একসাথে চালু করলেঃ- হ্যা এটার কারণে সবচেয়ে বেশী কম্পিউটার হ্যাং হয়। মনে করেন আপনার কম্পিউটার র‌্যাম এর পরিমাণ ১২৮ কিন্তু আপনি অনেক বড় বড় কয়েকটি প্রোগ্রাম চালু করলেন। তাহলে হ্যাং হওয়াটাই স্বাভাবিক। কেননা তখন কম্পিউটার র‌্যাম full হয়ে যাবে।
9. হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালালেঃ- আপনার কম্পিউটার র‌্যাম যদি কম হয় কিন্তু আপনি যদি হাই গ্রাফিক্স সম্পন্ন গেইম চালান তাহলে কম্পিউটার হ্যাং হয়ে তাকে কেননা তখন র‌্যাম সম্পূর্ণ লোড হয়ে যায়।
10.হাই গ্রাফিক্স সম্পন্ন সফটওয়্যার ব্যাবহার করলেঃ- কম্পিউটার গেইম এর পাশাপাশি কিছু সফটওয়্যার রয়েছে যেগুলো খুব উচ্চ গ্রাফিক্স সম্পন্ন। যা সাধারণ কম র‌্যাম ও কম প্রসেসরের ক্ষমতা সম্পন্ন কম্পিউটারে চালনা করলে কম্পিউটার হ্যাং হয়।
11.কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে সাজানো থাকলে কম্পিউটারের ফাইলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে ছিটিয়ে তাকলে ঐ সব ফাইল নিয়ে কাজ করতে কম্পিউটারের অনেক বেশী সময় লাগে। যার করণে কম্পিউটার হ্যাং হয়।
12. কম্পিউটারে অতি উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করলেঃ- হ্যা আমরা ভাইরাস হতে মুক্তি লাভের আশায় এন্টি ভাইরাস সফটওয়্যার ব্যবহার করি। কিন্তু অনেক সময় কম্পিউটারের মানের কথা না ভেবেই উচ্চ ক্ষমতা ও উচ্চ মানের এন্টি ভাইরাস ব্যবহার করে থাকি যার কারণে কম্পিউটার হ্যাং হয়।

গাজীপুরে আওয়ামী সমর্থক নেতাকর্মীদের মিশ্রপ্রতিক্রিয়া

গাজীপুর মহানগরের সামগ্রিক শিক্ষার গুনগত পরিবর্তন, যানজট কমানোসহ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, পরিবেশ দূর্ষ‌ণ রোধ ও শ্রমিকদের কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতসহ ইন্ডাস্ট্রিয়ার পার্ক নির্মান এবং মহানগরের নাগরিকদের ফরমালিন ও ভেজাল মুক্ত ফলমুল খাদ্র দ্রব্যের নিশ্চয়তাসহ স্বাস্থ্য সেবার অপ্রতুলতা এই ৪ টিকে প্রধান সমস্যা হিসেবে চিহ্নিত করে সমাধানের প্রতিশ্রুতির মাধ্যমে নিজের প্রর্থীতা ঘোষনা করলেন সাবেক ছাত্রলীগ নেতা ও সদর উপজেলার ভাইস চেয়ারম্যান জাহঙ্গীর আলম।

সোমবার সকালে জয়দেবপুর শহরের শহীদ বঙ্গতাজ অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঘোষান দেয়া হয়। সম্মিলিত নাগরিক কমিটির আহবায়ক ও পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন।

সংবাদ সন্মেলনে সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী পৌর আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওয়াজ উদ্দিন মিয়া ও গাজীপুর সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে গিয়ে জাহাঙ্গীর আলমকে সমর্থন দেন।

এসময় সম্ভ্যাব মেয়র প্রর্থী জাহাঙ্গীর আলম তার বক্তব্যে বলেন, নাগরিকদের সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য মহানগরের শিক্ষার গুনগত মান ও শিক্ষার সুষ্ট পরিবেশের নিশ্চয়তা বিধান করা । যানজট নিরসন ও নাগরিকদের চলাচলে সুবিদার্থে বিভিন্ন স্থানে ফ্লাই ওভার নির্মান করে পরিকল্পিত যোগযোগ ব্যবস্থা গড়ে তোলা হবে।

বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা এবং পরিবেশের বিপর্যয় রোধে ইন্ডষ্ট্রিয়াল পার্ক স্থাপন করা হবে। মহানগরের হাট বাজার গুলো ভেজাল ও ফরমালিন মুক্ত রাখাসহ মহানগরের নাগরিকদের স্বাস্থ্যসেবা বৃদ্ধি করা হবে।

এসময় বক্তারা বলেন, মাঠ পর্যায়ের নেতা-কর্মী বা মেয়র প্রার্থী হিসেবে দলের সমর্থন প্রত্যাশীদের সঙ্গে কোনপ্রকার আলোচনা ছাড়াই ১৪ দলের পক্ষ থেকে মেয়র পদে সমর্থন দেয়া হয়েছে। এতে স্থানীয় ভোটারদের মাঝে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন ও এলাকাবাসির চাহিদা পূরণ করতে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি ও গাজীপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলমকে সন্মিলিত নাগরিক কমিটি-গাজীপুরের পক্ষ থেকে প্রার্থী হিসেবে ঘোষনা দেয়া হলো।সংবাদ সম্মেলনে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, রবিবার আওয়ামীলীগ নেতৃত্বাধীন ১৪ দলের পক্ষ থেকে কেন্দ্রীয় ভাবে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক টঙ্গী পৌর সভার মেয়র এ্যাভোকেট আজমত উল্লাহ খানের প্রতি সমর্থন জানানো হয়েছে।

এদিকে স্থানীয়দের মতে জাহাঙ্গীর আলম মেয়র পদে নির্বাচনে প্রতিদ্ধন্দিতা করলে তিনিই হবেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ছাত্রলীগ নেতা ও ভাইস চেয়াম্যানকে প্রার্থীকে মেয়র প্রর্থী হিসেবে ঘোষনা করায় স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মীদের মঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

গাজীপুরের চাপুলিয়া এলাকার যুবলীগ নেতা দেলোয়ার হোসেন জানান, এলাকা বাসি নতুন নেতৃত্ব দেখতে চায়। তাছাড়া এলাকায় তরুন নেতা হিসেবে এবং দলমত নির্বিশেষে ইতোমধ্যেই জাহাঙ্গীরের ব্যপাক গ্রহণযোগ্যতা সৃষ্টি হয়েছে।

জয়দেবপুর বাজারের ব্যবসায়ী আওয়ামী সমর্থক নিউটন জানান, ১৪ দল সমর্থীত মেয়র প্রার্থী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজমত উল্লাহ খান, দীর্ঘদিনের পরীক্ষিত নেতা, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে দলের মধ্যে এবং সাধারণ মানুষের মাঝে বিপুর জনপ্রিয়তা সৃষ্টি হয়েছে। একক প্রার্থী দিলে মেয়র পদে আজমত উল্লাহই বিজয়ী হবে।

আর বর্তমান পরিস্থিতিতে এলাকার ভিত্তিতে আওয়ামীলীগের ভোট ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এ ঘটনায় দলের অবস্থান জানতে চাইলে গাজীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোটেক ওয়াজ উদ্দিন জানান, এটি স্থানীয় প্রতিনিধি নির্বাচন, জনগন চাইলে যে কেউ নির্বাচিত হতে পারে।

এদিকে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করছেন আগ্র্রহী প্রার্থীরা। সোমবার সন্ধ্যা পর্যন্ত মেয়র পদে মোট ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র কিনেছে এদের মধ্যে বিএনপির সম্ভাব্য প্রর্খীদের মাঝে প্রথম মনোনয়ন সংগ্রহ করেন জেলা বিএনপি নেতা কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান শওকত হোসেন সরকার।

জাতীয় পার্টির বিগ্রেডিয়ার মাহমুদ হাসান ও তৃণমূল জনতা পার্টির প্র্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. নাজিম উদ্দিন আহমেদ উল্লেখ যোগ্য । এছাড়া ওয়ার্ড কমিশনার পদের জন্য ১০২ টি এবং সংরক্ষিত আসনের জন্য ৪৩ টি মনোনয়ন পত্র প্রার্থীরা সংগ্রহ করছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে। তাদের দলীয় সমর্থন এখনো চুড়ান্ত

অপর দিকে, গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন ঘিরে মহানগরের সর্বত্রই চলতে ভোটার দের নানা হিসেব নিকেশ। তফসিল ঘোষিত হওয়ার পর সম্ভাব্য মেয়র ও কাউন্সিলর পদের প্রার্থীরা নেমে পড়েছেন নির্বাচনী প্রচারণায়।

গাজীপুর ও টঙ্গী পৌরসভা থেকে সিটি কর্পোরেশনে উন্নীত হওয়ার পর নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচন হবে আগামী ৬ জুলাই। আর এ নির্বাচনে কে হবেন প্রথম মেয়র এ নিয়ে বড় দুই দলের একাধিক প্রার্থীর মধ্যে চলছে নানা হিসাব নিকাশ ও ব্যাপক জল্পনা-কল্পনা।

মেয়র পদে ক্ষমতাসীন ১৪ দলের প্রার্থী হিসেবে ঘোষনা করা হয়েছে আওয়ামীলীগের দলীয় প্রার্থী টঙ্গী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমত উল্লাহ খানকে। অন্যদিকে নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে বিএনপির একাধিক প্রার্থী অংশ নিতে আগ্রহ প্রকাশ করেছেন। এ নিয়ে দলের মধ্যেও গ্রুপিংএর সৃষ্টি হয়েছে।

যদিও দলের হাই কমান্ড গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে অংশগ্রহনের ব্যাপারে কি সিদ্ধান্ত নেবে তা এখনো অনিশ্চিত রয়ে গেছে। অনেকে মনে করছেন বিএনপি নির্বাচন বর্জন করতে পারে। আর সে ক্ষেত্রে দলের সিদ্ধান্ত উপেক্ষা করেও কেউ কেউ প্রার্থী হবেন বলে জানাগেছে। তবে আপাতত বিএনপি সম্ভাব্য মেয়র প্রার্থীরা দলের সমর্থন নিয়েই প্রার্থী হওয়ার জোর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে প্রথম সারির নেতাদের মধ্যে রয়েছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অধ্যাপক এমএ মান্নান, সাবেক এমপি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাসান উদ্দিন সরকার।

এছাড়া বিএনপির প্রার্থী হিসেবে অন্য যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন কাশিমপুর ইউনিয়ন পরিষদের সাবেক স্বর্ণপদকপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি নেতা শওকত হোসেন সরকার, জাতীয়তাবাদী প্রজন্ম দলের নেতা মেজবাহ উদ্দিন সরকার রুবেল। সিটি কর্পোরেশনের নির্বাচনে জাতীয় পার্টির (এ) প্রেসিডিয়াম সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) কাজী মাহমুদ হাসান মেয়র পদে প্রার্থী হবেন। এ জন্য তিনি অনেক আগে থেকেই প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

এদিকে জেলা জামায়াতের পক্ষ থেকে গাজীপুর সদর উপজেলা জামায়াতের আমীর মোহাম্মদ হোসেন আলীকে সম্ভব্য মেয়র প্রার্থী হিসেবে তাদের সমর্থন দিয়েছেন। এলাকার বিভিন্ন সমাজ সেবা মূলক ও সামাজিক কর্মকান্ডে জড়িত থাকায় এলাকায় তার পরিচিতি আছে।

বড় দল গুলোতে পারস্পারিক রেশারেশির রাজনীতি, দলের অভ্যান্তরীন কোন্দল, স্বজপ্রীতি, দূর্নীতির কারনে জনগন তাদের উপর বিরক্ত বলে মনে করে জামায়েত। এদিকে মহাসগরবাসির মধ্যে জামায়াত ও ইসলামী মূল্যবোধের পক্ষে বিপুল সংখ্যক জনসাধারনের সমর্থন রয়েছে। সম্প্রতি হেফাজতে ইসলামের ঘটনায় বর্তমান শাসক শ্রেনীর সমর্থন হ্রাস পেয়েছে বলে মনে করে জেলা জামায়াত।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি গাজীপুর ও টঙ্গী পৌরসভার ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) গঠন করা হয়। তবে নবগঠিত গাজীপুর সিটি কর্পোরেশনের সিমানা নির্ধারণ এবং তার সঙ্গে সঙ্গতি রেখে ভোটার তালিকা সংশোধন কাজ শেষ না হওয়ায় গত ২৯ এপ্রিল গাজীপুর সিটি কর্পোরেশনের তফসিল ঘোষনা করা হয়নি।

ঐ দিন গাজীপুর ছাড়া সিলেট, রাজশাহী, বরিশাল ও খুলনা সিটি কর্পোরেশনের তফসিল ঘোষনা করা হয়েছিল। আর এসব সিটি কর্পোরেশনের নির্বাচন হবে ১৫ জুন। অপর দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে ৬ জুলাই।

ঘোষিত তফসিল অনুযায়ী গাজীপুর সিটি কর্পোরেশনের প্রথম নির্বাচনের আগ্রহী প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে হবে ৬ জুনের মধ্যে। মনোনয়নপত্র বাছাই ৯ ও ১০ জুন এবং প্রত্যাহার করা যাবে ১৭ জুন পর্যন্ড।

গাজীপুর সিটি কর্পোরেশনের মোট ভোটার সংখ্যা ১০ লাখ ২৬ হাজার ৯৩৮ জন। এর মধ্যে পুরুষ ৫ লাখ ২৭ হাজার ৭৭৭জন, মহিলা ৪ লাখ ৯৯ হাজার ১৬১ জন। ওয়ার্ড সংখ্যা ৫৭টি সাধারণ ও ১৯টি মহিলাদের জন্য সংরক্ষিত।


তালিকায় থাকা ১০টি দুর্বলতম পাসওয়ার্ড

সম্প্রতি ইন্টারনেট সিকিউরিটি ফার্ম সফোস সবচেয়ে বাজে ৫০ টি পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। সফোসের গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারী প্রতিটি আলাদা আলাদা সাইটের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন যা তাদের জন্য বিপদের কারণ হতে পারে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, তালিকায় থাকা পাসওয়ার্ডের বাইরে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করতে। কারণ, শতকরা ৩৩ ভাগই ব্যবহারকারীই তাদের সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন।
তালিকায় থাকা ১০টি দুর্বলতম পাসওয়ার্ড হলো-
123456, password, 12345678, lifehack, qwerty, abc123, 111111, monkey, consumer, 12345.

বিশ্বজিৎ দাস হত্যা মামলার চারশিট ভূক্ত আসামী গোলাম মোস্তফা গ্রেফতার

বিশ্বজিৎ দাস হত্যা মামলার চারশিট ভূক্ত আসামী গোলাম মোস্তফাকে রবিবার রাতে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে সাটুরিয়া থানা পুলিশ। গ্রেফতারের পর সোমবার তাকে মানিকগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতার কৃত আসামী গোলাম মোস্তফা সাটুরিয়া উপজেলার রাজৈর গ্রামের আসেক আলীর পুত্র। সে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সমাজ কর্ম বিভাগে মাষ্টার্সে অধ্যায়ন রত। সাটুরিয়া থানার এএসআই জিয়াউর রহমান জানায়, বিশ্বজিৎ দাস হত্যা মামলার চারশিট ভূক্ত আসামী সাটুরিয়া উপজেলার রাজৈর গ্রামের গোলাম মোস্তফার বাড়িতে রবিবার রাতে গোপন সংবাদের ভিওিতে অভিযান চালিয়ে তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সাটুরিয়া থানার এসআই মোখলেসুর রহমান জানায়, গ্রেফতারের পর গোলাম মোস্তফাকে সোমবার মানিকগঞ্জ আদালতে প্রেরন করা হয়েছে।

Thursday, May 23, 2013

ফটোশপ ছাড়াই ছবির কাজ করুন (অনলাইনে) ২টি টিপস


আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

 টিপস (১)
অনেক সময় দেখা যায় যে, খুব জরুরী ভিত্তিতে আমাদের কোন ছবির সামান্য কোন পরিবর্তন
দরকার, কিন্তু হয়ত কম্পিউটারে Photoshop বা কোন Photo editing সফ্টওয়্যার setup দেয়া নাই, ফলে সামান্য একটু পরিবর্তনের জন্য পুরো একটা সফ্টওয়্যার সেটআপ দিতে হয়। এখন আর ফটোশপ সেটআপ দিতে হবে না নিচের নিয়ম গুলো ভালো করে অনুসরণ করুন।
প্রথমে এখানে ক্লিক করুন 
তাহলে নিচের তারপর নিচের মত একটি বক্স আসবে।

এবার Open image from computer ক্লিক করুন তারপর আপনার কম্পিউটার থেকে যে কোন ছবি সিলেক্ট করে Save বাটনে ক্লিক করুন।

আর আমরা যারা আগে থেকে ফটোশপ এর কাজ জানি তাদের জন্য কোন সমস্যা হবে না কারণ এখানকার সব টুলসই ফটোশপ এর মত।

এবার আমরা ছবি crop করব সেজন্য টুলবার থেকে crop tool select করুন তারপর ছবির যে অংশ crop করার প্রয়োজন সেই অংশে মাউস ড্রাগ করুন। এবার কি-বোর্ড থেকে Enter press করুন তাহলে ছবি crop হয়ে যাবে।

এবার কি-বোর্ড থেকে CTRL+S press করুন। তাহলে নিচের মত একটি বক্স দেখতে পাবেন। তারপর Ok দিয়ে সেভ করে রাখুন।

সবশেষ কাজ করা আমাদের ছবি

:lol: টিপস (২)
আমারা অনেক সময় নেটে এপ্লিকেশন করতে চাইলে ছবি আপলোড করতে হয় কিন্তু অনেক সময় ছবির এমবি/সাইজ বেশি থাকার কারনে ছবি আপলোড হয়না, এখন তো আমাদের ছবির সাইজ কমাতে হবে তখন আমরা মহা বিপতে পড়ি ছবির সাইজ কমাতে, এটা ফটোশপে করা যায়, কিন্তু অনেকের পিসিতে ফটোশপ সেটআপ দেওয়া নেই, কাজটা জরুরী তাই আর ফটোশপ লাগবে না নেট সংযোগ থাকলে হবে।
তাহলে চলুন নিয়মটা শিখে নিই কিভাবে ফটোশপ ছাড়া ছবি রিসাইজ করতে হয় অনলাইনের মাধ্যমে।
প্রথমে এখানে ক্লিক করুন।। 
তাহলে নিচের মত একটি বক্স আসবে।

এবার Open image from computer এ ক্লিক করুন আপনার কাঙ্খিত ছবি সিলেক্ট করে Save এ ক্লিক করুন।

তাহলে আপনার ছবিটি ওপেন হবে এবং নিচের মত দেখা যাবে।

তারপর Image > Image Size ক্লিক করুন, তাহলে নিচের মত একটি বক্স আসবে।

এবার প্রয়োজন মতো মান বসিয়ে Ok করুন।

পরিশেষে File>Save As ক্লিক করে সেভ করে রাখুন।

আর দেখুন আগে কত সাইজ ছিল আর এখন কত সাইজ কমেছে।

Sunday, May 19, 2013

হেডফোন হতে পারে শ্রবণ ঘাতক


পকেটে স্মার্টফোন। তার অথবা তারমুক্ত হেডফোন কানে ঢুকিয়ে চুপটি করে বসে আছেন। চলছে হাইবিটের গান। তরুণদের প্রাত্যহিক জীবনে নতুন সংস্কৃতি হয়ে উঠেছে এমন দৃশ্য। তবে আশঙ্কার কথা হচ্ছে, হেডফোনের বিনোদন ধীরে ধীরে আমাদের বধির করে দিতে পারে। একই সঙ্গে হার্টের সমস্যা তৈরি হওয়ারও আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এমপি থ্রি আইফোন ব্যবহারকারীদের কিছু হেডফোনে স্বল্পমাত্রায় ব্যবহৃত চুম্বক শরীরের প্রেসমেকার এবং ডেফিক্সিলেটর প্রভৃতির কাজের গতি-প্রকৃতি ক্ষতিগ্রস্ত করতে সক্ষম বলে সম্প্রতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের হার্ট ফাউন্ডেশন। চুম্বকের কারণে এসব ডিভাইসের সঠিক কার্যক্রম বিঘিœ হয় এবং হার্টের গুরুতর ক্ষতির আশঙ্কা থাকে। তবে যারা হেডফোন ব্যবহার করেন তাদের সম্পর্কে কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

বিরাম দিন : শব্দ শ্রবণের গ্রহণযোগ্য মাত্রা নির্দিষ্ট করে দিয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনে। যেসব প্রতিষ্ঠান মিউজিক ডিভাইস তৈরি করে তারা এসব গাইড অনুসরণ করে ডিভাইসের সাউন্ড ডেভেলপ করতে বাধ্য থাকে। তাই এসব পরীক্ষিত মিউজিক প্লেয়ারে ফুল সাউন্ডে গান শুনলেও সমস্যা হওয়ার কথা নয়, তবে সমস্যা হচ্ছে অন্যত্র। একটানা বেশি সময় ধরে কোনোভাবেই গান শোনা উচিত নয়। অবশ্যই গানের মাঝে বিরাম দিতে হবে।
সঠিক মাত্রায় ভলিউম : আপনি যদি শান্ত কোনো রুমে বসে এমপি থ্রি প্লেয়ারে শুনতে থাকেন তবে ভলিউম অর্ধেক পর্যন্ত কিংবা তার কমে দিয়ে শুনলে সেটা ক্ষতির কারণ হওয়ার কথা নয়। তবে সব সময় একই মাত্রার শব্দে গান শোনা কানের জন্য বেশ ক্ষতিকর হতে পারে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায়, কানের ক্ষতি তাৎক্ষণিক বোঝা যায় না। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে সমস্যা প্রকট আকার ধারণ করে।
প্লেয়ার বা হেডফোনের মান : ডিভাইস কেনার আগে অবশ্যই তার মান দেখে নিতে হবে এমনটিই বলেছেন বিশেষজ্ঞরা। অনেক ডিভাইসই বাজারে রয়েছে, যেগুলো মান নিয়ন্ত্রণ করে তৈরি করা হয় না। অবশ্যই এগুলো ব্যবহার করা ঠিক নয়
Posted on 10:51 PM | Categories: