Tuesday, May 28, 2013

তালিকায় থাকা ১০টি দুর্বলতম পাসওয়ার্ড

সম্প্রতি ইন্টারনেট সিকিউরিটি ফার্ম সফোস সবচেয়ে বাজে ৫০ টি পাসওয়ার্ডের তালিকা তৈরি করেছে। সফোসের গবেষকরা জানিয়েছেন, ইন্টারনেট ব্যবহারকারী প্রতিটি আলাদা আলাদা সাইটের জন্য একই পাসওয়ার্ড ব্যবহার করেন যা তাদের জন্য বিপদের কারণ হতে পারে। খবর টাইমস অফ ইন্ডিয়া-এর। সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, বিশেষজ্ঞরা পরামর্শ দিয়েছেন, তালিকায় থাকা পাসওয়ার্ডের বাইরে ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার করতে। কারণ, শতকরা ৩৩ ভাগই ব্যবহারকারীই তাদের সাইটে একই পাসওয়ার্ড ব্যবহার করেন।
তালিকায় থাকা ১০টি দুর্বলতম পাসওয়ার্ড হলো-
123456, password, 12345678, lifehack, qwerty, abc123, 111111, monkey, consumer, 12345.